জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আর নেই !khulna tv

স্যার হুমায়ুন আহমেদ এর আবিষ্কার জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আর নেই !

লাইফ স্টাইল

স্যার হুমায়ুন আহমেদ এর আবিষ্কার জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আর নেই !

জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ মারা গেছেন। বুধবার (২৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা আহসানুল হক মিনু এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৩ বছর।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন সালেহ আহমেদ। গেল প্রায় ৫ বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সপ্তাহ খানেক আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন।

Riport: সাব্বির হোসেন 

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.