সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে (খুলনা-বাগেরহাট) ১১ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতৃকন্যা শেখ তাহমিনা মিনা!
আধুনিক খুলনা বিনির্মাণ কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আসন্ন একাদশ জাতীয় সংসদ সংরক্ষিত ১১ আসনে (খুলনা-বাগেরহাট) মহিলা সংসদ সদস্য হিসাবে খুলনার সন্তান বঙ্গবন্ধুর ভ্রাতৃকন্যা শেখ তাহমিনা মিনা আপাকে খুলনা ও বাগেরহাটবাসী দেখতে চাই। এই সিদ্ধান্ত দক্ষিণ খুলনার উন্নয়নে ব্যাপক অগ্রণী ভূমিকা পালন করবে বলে স্থানীয়রা মনে করেন।
উল্লেখ্য, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচাতো বোন শেখ তাহমিনা মিনা এবং খুলনা-২ আসন এর এমপি শেখ জুয়েল ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলালের বোন এবং বাগেরহাট-২ এমপি শেখ তন্ময় এর ফুফু।
রিপোর্ট : খুলনা টিভি