Meherpur Boom Recovery News , khulna tv

মেহেরপুরে লাল টেপে মোড়ানো ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২ টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার

খুলনা বিভাগ

মেহেরপুর প্রতিনিধি জুরাইস ইসলাম: মেহেরপুর সদর উপজেলার বারাকপুরে আলিফ ব্রিকস নামের একটি ইটভাটা থেকে লাল টেপে মোড়ানো ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২ টি দেশিয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ইটভাটা থেকে বোমা সাদৃশ্য বস্তু ও হাসুয়া উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরের দিকে আলিফ ব্রিকসের একটি ঘরের দ্বিতীয় তলায় ইলেকট্রিকের কাজ করতে গেলে ছাদের উপরে একটি ব্যাগ দেখতে পায় ইলেকট্রিক মিস্ত্রি মোমিন। সেখানে বোমা সাদৃশ্য কোন বস্তু থাকতে পারে এমন সন্দেহে ভাটার মালিক চঞ্চল হোসেনকে জানায়।

পরে ভাটার মালিক পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও সদর থানার ওসি শাহ দারা খানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২ টি দেশিয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে।


মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন- কে বা কারা বোমাগুলো রেখে গেছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। বোমা সাদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য সদর থানায় নেওয়া হয়েছে।

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.