মেহেরপুরে গাংনীতে বিএনপি অফিসে ছাত্রলীগের হামলা khulna tv

মেহেরপুরে গাংনীতে বিএনপি অফিসে ছাত্রলীগের হামলা

বাংলাদেশ

মেহেরপুর প্রতিনিধি জুরাইস ইসলামঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগ তুলে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।

গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল হক সেন্টু জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বিএনপি। উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি অফিসে বসে নাশকতার পরিকল্পনা করছিলো তাই আমরা তাদের অফিস চালাতে দিবো না। যে কোন মূল্যে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগ মাঠে আছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহমেদসহ ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাত্রলীগের নেতাকর্মীরা স্থান ত্যাগ করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

KHULNA TV

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.