কাজীবাছা নদীতে পানি বৃদ্ধিঃ বটিয়াঘাটা বাজার প্লাবিত।

বটিয়াঘাটার কাজীবাছা নদীতে পানি বৃদ্ধিঃ বটিয়াঘাটা বাজার প্লাবিত

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতিনিধি বটিয়াঘাটা,খুলনা: বটিয়াঘাটা প্রতিনিধি কাজিবাছা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বটিয়াঘাটা বাজারের পুরাতন বিরাট খেয়াঘাট উপছে জোয়ারের পানি বটিয়াঘাটা বাজারসহ বটিয়াঘাটা খালে প্রবেশ করছে। দীর্ঘদিন ধরে বটিয়াঘাটা বাজার রক্ষাবাঁধের কোন ব্যবস্থা না নেওয়ায় বাজারের বিভিন্ন স্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সম্প্রতি ২ লক্ষ টাকা ব্যয়ে বাজারের চৌরাস্তা মোড়ে টু পয়েন্ট ফাইভ চেইন  ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড থেকে বাঁশের পাইলিং করার জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।স্থানীয়ভাবে একটি কমিটির মাধ্যমে এই পাইলিংয়ের কাজ চলছে। কিন্তু পাইলিং উপছে জোয়ারের পানি ভিতরে প্রবেশ করায় আতঙ্কিত হয়ে পড়েছে বটিয়াঘাটা, হেতালবুনিয়া, হাটবাটি,বসুরা বাদ গ্রামের কৃষক ও অধিবাসীরা তারা আশঙ্কা করছেন এভাবে জোয়ারের পানি প্রবেশ করতে থাকলে  জমি রোপা আমন ধান তলিয়ে যাবে। এলাকাবাসী বিষয়টি জরুরি ভিত্তিক দেখার জন্য পানি উন্নয়ন বোর্ড ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.