মেহেরপুরে গাংনীতে দেড় কোটি টাকার ৬টি প্রকল্পের উদ্বোধন_khulna tv

মেহেরপুরে গাংনীতে দেড় কোটি টাকার ৬টি প্রকল্পের উদ্বোধন

অর্থনীতি

জুরাইস ইসলাম: মেহেরপুরের গাংনীতে বুধবার দুপুরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মাদ সাহিদুজ্জামান (খোকন) প্রায় দেড়কোটি টাকার ৬টি প্রকল্পে উদ্বোধন করেন।


প্রকল্প গুলোর মধ্যে রয়েছে, গাংনীর সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিস, দেশব্যাপী গ্রামীণ অবকাঠোম উন্নয়ন র্শীষক আওয়াতায় ছয়টি পাড়া বাজারে ভাটপাড়া মার্কেট, দুটি রাস্তা, শেখ হাসিনা কৃষক ছাউনি ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রকল্প ছয়টির মধ্যে পাঁচটির বাস্তবায়ন করে এলজিইডি ও একটি বাস্তবায়ন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
এমপি সাহিদুজ্জামান বলেন, স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ি প্রকল্প দেয়া হয়েছিল। সেগুলো বাস্তবায়ন শেষে উদ্বোধন করা হল।


এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা,গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারূক,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান(রানা),জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনতাসির জামান (মৃদুল) আরো উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ।

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.