৫ জনের বিরুদ্ধে থানায় মামলা khulna tv

পাইকগাছা জামাতের আমির আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা

ধর্ম ও জীবন

মোঃ জিয়াউদ্দীন নায়েব: খুলনার পাইকগাছা উপজেলার মঠবাটী গ্রামের সরকারবিরোধী একাধিক নাশকতার আসামি পর-ধন-লোভে সুপার আমিনুর ইসলামের বিরুদ্ধে পাইকগাছা থানায় যৌতুক নিরোধ আইনে ২০০৩ এর সংশোধনী ধারায় মামলা রুজু হয়েছে।

মামলা সূত্রে জানা যায় গত ইংরেজি ৪/১০/২১ তারিখে যৌতুকের জন্য বহু নাশকতার মামলার আসামি আমিনুল ইসলামর প্রতিবেশী সাইফুল কে সহযোগিতা করে যৌতুকের জন্য সাইফুলের তানিযাকে শারীরিক মানসিক অত্যাচার করেন ।

এ কারণে তানিয়ার ভগ্নিপতি ইয়াসিন আরাফাত বাদী হয়ে পাইকগাছা থানায় ৪ নং মামলা করেন যার জি আর নং ২৬৬ /২১ এ বিষয়ে উক্ত মামলার বাদীর কাছে জানতে চাইলে বলেন যে আমিনুল ইসলাম সে সাইফুলের সাথে সহযোগিতা করে তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বিয়ের পাঁচ দিন পরে তালাক দিয়েছে ।

বাবি আরো বলেন তানিয়া একজন উচ্চশিক্ষিতা মেয়ে সে খুলনা আজম খান কলেজের অনার্সের শেষ বর্ষের ছাত্রী তাকে এত শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন যে খুলনা গরীব নেওয়াজ ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে এর সমস্ত অপকর্মের হোতা হচ্ছেন বহু আলোচিত জামাতের আমীর ও সুপার বহু নাশকতা মামলার আসামি আমিনুল।

খুলনা টিভি/Khulna TV

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.