শুভ মন্ডল-কয়রা উপজেলা প্রতিনিধি: আজ হাড্ডা মাঝেরচক জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে তিন নং মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নৌকা মার্কার বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।
তিনি তার বক্তব্যে বলেন দলের কেউ নৌকার বিরোদিতা করলে তার উপর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। কিন্তু তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত নেই কেন। তাকে সঠিক জবাবদিহিতা করতে হবে তিনি যদি ঠিকঠাক জবাবদিহিতা না করতে পারেন তাহলে তাকেও পদ থেকে বহিষ্কার করা হবে। তিনি সকলকে নৌকার প্রতি আস্থা রেখে ভোট দেওয়ার অনুরোধ জানান ।
এ সময়ে উপস্থিত ছিল রফিকুর রহমান রিপন সহ-সভাপতি খুলনা জেলা আওয়ামী লীগ, এডভোকেট ফরিদ আহমেদ যুগ্মসাধারণ সম্পাদক খুলনা জেলা আওয়ামী লীগ, এডভোকেট কেরামত আলী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খুলনা জেলা আওয়ামী লীগ, মোজাফফর হোসেন শ্রমবিষয়ক সম্পাদক খুলনা জেলা আওয়ামী লীগ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল সাংগঠনিক সম্পাদক খুলনা জেলা আওয়ামী লীগ, ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম কোষাধক্ষ্য খুলনা জেলা আওয়ামী লীগ ,অমিও অধিকারী সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ ,এস এম শফিকুল ইসলাম কয়রা উপজেলা, খুলনা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পলাশ রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।