তেরখাদা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মাদ মনিরুজ্জামান তালুকদার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি,
মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, থানার ওসি মোঃ জহুরুল আলম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর করেন।