তেরখাদা প্রতিনিধিঃ গত মঙ্গলবার দিনব্যাপী খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের মধ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি দ্বারা পরিচালিত সকল পল্লী সমাজ নিয়ে সম্প্রীতি মেলার আয়োজন করা হয়। সম্প্রীতি মেলায় উপস্থিত ছিলেন তেরখাদা ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য মেম্বার ব্যাক্তিবর্গ। চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, বাল্য বিবাহ ও নারী, শিশু নির্যাতন নিয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন। সম্প্রীতি মেলায় নারী, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বিষয়ে গণ নাটক প্রদর্শন করা হয়। সম্প্রীতি মেলায় গণনাটক প্রদর্শন শেষে নারী, শিশু নির্যাতন ও বাল্যবিবাহের উপর কুইজ এর আয়োজন করা হয়।কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কুইজ বিতরণে সহযোগিতা করেন নেবুদিয়া স্কুলের সভাপতি মোঃ তোহিদুল ইসলাম।কুইজে অংশ নেন পল্লী সমাজের সদস্য ও উপস্থিত বিভিন্ন পেশার নারী, পুরুষ,কিশোর, কিশোরী সদস্য । সম্প্রীতি মেলার শেষ পর্যায়ে যশোর জেলার চুরামনকাঠিতে ওয়াজ শুনে ফিরে আসা নারীকে জড়িয়ে মিথ্যা বাজে মন্তব্য করে অমানবিক জুতা পেটা ,লাথি মারারজন্য জনপ্রতিনিধি মেম্বার ও তার সহযোগীদের দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করা হয়।
উল্লেখ্য দ্রুত বিচার চেয়ে আরও মানববন্ধন করেন হাড়িখালি ও সাচিয়াদাহ পল্লী সমাজ । এছাড়া ও নারী নির্যাতনের এ রকম ঘটনার প্রতিবাদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও করা হয়। বিশেষ করে সম্প্রীতি মেলায় নারী, শিশু, কিশোর, কিশোরী ,পুরুষ সদস্য সহ অন্যান্য পেশার মানুষের আনাগোনায় ইউনিয়ন পরিষদ চত্বর ছিল সরগরম ।
এ সময়ে ব্র্যাকের গণনাটক কর্মী গণনাটকের পাশাপাশি বিভিন্ন গান পরিবেশন করেন । সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের দাবি কর্মসূচির মোঃ আজিজুর, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর লিপি বিশ্বাস সহ আরো অনেকে।
এ ধরনের কার্যক্রমের আয়োজন করায় অনেকে ব্র্যাকের সামাজিক কাজের কথা বারবার বলে । সম্প্রীতি মেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বিভিন্ন লিফলেট ও গুরুত্ব পূর্ণ তথ্য সম্বলিত ব্যানার প্রদর্শিত হয়।