ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

বাংলাদেশ

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারে সংঘর্ষে ৩ জন আহত করার অভিযোগ উঠেছে ৷ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সারে ১১টার দিকে উপজেলার শেখপাড়া বাজারের কুষ্টিয়া জেলার শান্তিডাঙ্গার গ্রামের বাসিন্দারা ব্যবসায়ীদের উপর আতর্কিত হামলা চালিয়েছে ।

জানা যায়, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয় ঝিনাইদহের শৈলকুপার বাচ্চা ও কুষ্টিয়ার শান্তিডাঙ্গা গ্রামের বাচ্চাদের কথা-কাটাকাটি মধ্যে। এক তরফা হামলাও চালায় শান্তিডাঙ্গা গ্রামের কিশোররা। বলে অভিযোগ করেছে শেখপাড়ার কিশোররা বিষয়টি এক পর্যায়ে মিমাংশা করে দেয় শান্তিডাঙ্গা গ্রামের মাতব্বর মেম্বার মিজানুর রহমান।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার রাহাতন নেসা গালর্স স্কুলে টিকে নিতে উপস্থিত হয় উভয় গ্রুপের কিশোররা । সে সময় শান্তিডাঙ্গা গ্রামের কলেজ, স্কুল পড়ুয়া ছাত্র, কৃষকসহ মোট ২০ জনের মতো হামলা চালায় শেখপাড়া বাজারের ব্যবসায়ী জিবলু, তারেক ও মুরগি ব্যবসায়ী আনিচের উপর বলে অভিযোগ করেছে আহতরা । আহত জিবলুর রহমান বলেন, আমি কিছুই জানিনা।

আমি গালর্স স্কুলের দিকে যাচ্ছিলাম হটাৎ করে রাম দাঁ, দেশীয় অস্ত্র আমার চারপাশে ঘিরে ধরে। আমি গাড়ি রেখে পাশের দোকানে পলানোর চেষ্টা করি। একপর্যায়ে তারা দোকানের ভেতরে প্রবেশ করে আমাকে আঘাত শুরু করে। তাদের আঘাত খালি হাতে প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু তারা আমার হাত পা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত করে জখম করে। আমার পায়ে আঘাত করে কেটে ফেলেছে ।

তিনি আরও বলে, আমি তাদের মুখে চিনি কিন্তু নাম জানিনা।তারা আমাকে, তারেক ভাইকে ও আনিচকে আহত করেছে। আমরা স্থানীয় চিকিৎসকদের দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরবর্তীতে পুলিশ ও ঝিনাইদহ জেলা পরিষদের সবাকে সদস্য রেজাউল করিম খাঁ এসে পরিস্থিতি শান্ত করে।কচুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আলমগীর জানান, সকাল ১২টার দিকে শেখপাড়া বাজারে সাংঘর্ষের ঘটনা শুনতে পরে তৎক্ষণাৎ আমাদের ফোর্স পাঠায়।

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.