নড়াইলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসানুজ্জামানের বাসায় দূধর্ষ ডাকাতী

নড়াইলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসানুজ্জামানের বাসায় দূধর্ষ ডাকাতী

বাংলাদেশ

নড়াইলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামানের বাসায় দূধর্ষ ডাকাতী। পিস্তল ও বন্ধুক সহ ৪০ লক্ষ টাকার মালামাল লুট !

খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামানের বাসায় দূধর্ষ ডাকাতীর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোর পোনে ৪টা থেকে ৫টা পর্যন্ত ৮/১০ জনের ডাকাতদল ডুপ্লেস বাসার গ্রীল কেটে ঢুকে ডাকাতী করে।

মোঃ হাসানুজ্জামান জানান,ভোররাত পোনে ৪টার সময় ৮/১০ জনের ডাকাতদল আমার বাসায় ঢুকে আমার ও আমার স্ত্রীর হাত পা বেধে স্বর্নালংকার ও নগদ টাকা,ডলার, বিদেশী ঘড়ি,বন্ধুক,পিস্তল গুলি নিয়ে যায়। এতে আমার আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ডাকাতদের মুখোস ও মাস্ক পরা ছিলো।

তাদের ভাষা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা। নড়াইল ভিশন স্যাটেলাইট এর মালিক জেলা যুবলীগের আহবায়ক (মোঃ হাসানুজ্জামানের ভাই) মোঃ ওয়াহিদুজ্জামান বলেন,আমার বাসা পাশেই। আমার আপন বড় ভাইয়ের বাসায় ডাকাতি করে চলে যাওয়ার পরপরই আমাকে জানালে আমার পাজেরো গাড়ি নিয়ে সিকিউরিটিসহ ডাকাতদল কে ধাওয়া করি। কিন্তু তাদের না পেলে ও কিছু লোকের সাথে দেখা হয়েছে।

আপাতত কিছু জানাবো না। এখানে ও ডাকাত আছে। গত ২/৩ আগে জাহাঙ্গির কবিরের বাসায় ডাকাতদল ডাকাতী করতে গেলে টের পেয়ে জাহাঙ্গির কবির ফাকা ফায়ার করলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতি ও আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে জাহাঙ্গির কবির বলেন,নড়াইলে দিনে ও রাতে প্রায়ই ডাকাতি হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি ভালোনা। সত্যকথা বললে প্রশাসন বিরুদ্ধে চলে যাবে।

নিজেদেও সাবধান নিজেদের হতে হবে। তাছাড়া কোন উপায় নাই। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ কামররুজ্জামান বলেন,খবর পেয়ে আমি ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।

KHULNA TV

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.