নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৪

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৪

খুলনা বিভাগ

খন্দকার সাইফুল নড়াইলঃ জুয়ার আসর থেকে ইয়াবা, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে নড়াইল সদর থানাধীন বুড়িখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের সোহেল রানা রনি (৪০) এবং নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের আলমগীর মোল্লা (৩৬), আমিনুর শেখ (৪২) ও হুমায়ুন কবির (৩৬)।

এ সময় সোহেল রানা (রনির) নিকট থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা এবং জুয়ার আসর থেকে নগদ ৩০,২০০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ বদ্ধপরিকর।

KHULNA TV

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.