নগরীর মোল্লা পাড়া এলাকার উন্নয়নকল্পে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কমিউনিটির জনগণের সমন্বয়ে চতুর্থ “ডায়ালগ” সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত ডায়ালগে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রীয় কার্যালয় ঢাকা থেকে আগত মিঃ সৌরভ রোজারিও (ম্যানেজার SWVC) এবং মিঃ চন্দ্রমনি চাকমা, এছাড়া ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এছাড়া প্রকল্পের “কোর টিম” এর সদস্যগণ এবং কারিতাস আঞ্চলিক কার্যালয় থেকে আগত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসুচী কর্মকর্তা মিঃ তাপস সরকার ও কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের মি: শিয়ানু মল্লিক এবং রেবেকা স্নিগ্ধা বাড়ৈ।
সমগ্র ডায়ালগ সেশন পরিচালনা করেন “কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের রেবেকা স্নিগ্ধা বাড়ৈ এবং মোল্লা পাড়ার ভলেন্টিয়ার মিসেস শ্রাবনী আক্তার। উক্ত ডায়ালগে উন্মুক্ত স্থানে ময়লা ফেলা সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহণ করা হয়।
খুলনা টিভি/khulnatv