খুলনায় বাসচাপায় মা গুরুতর আহত, মেয়ে নিহত_khulnatv

খুলনায় বাসচাপায় মা গুরুতর আহত, মেয়ে নিহত

অন্যান্য

খুলনায় বাসচাপায় মা গুরুতর আহত, মেয়ে নিহত

আজ বুধবার সকালে নগরীর খালিশপুরের আলমনগর পোড়ামসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খুলনায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মেয়ে তন্নি (৫) নিহত এবং তার মা শিমুল আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন।

খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস মা-মেয়ে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে তন্নির মৃত্যু এবং মা শিমুল আক্তার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:  ঈদের আগেই বাজারে আসছে বাংলাদেশে উৎপাদিত স্যামসাং স্মার্টফোন

স্থানীয়রা জানান, ওই এলাকার মুদি দোকান থেকে মালামাল কিনে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক দুলাল মিয়ার স্ত্রী শিমুল আক্তার। এসময় বরিশালগামী বিআরটিসি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। উত্তেজিত এলাকাবাসী পরবর্তী বিআরটিসির একটি ঢাকাগামী বাস ভাঙচুর করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.