khulna tv

তেলিগাতীর রাজাপুরে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

অন্যান্য

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর আড়ংঘাটা থানা এলাকার তেলিগাতী বরইতলা ঘাটের পাশে রাজাপুরে রিপনের মাছের ঘেরে ২৩ অক্টোবর বিকাল ৫ টায় এক ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তিনি খুলনার বয়রা ঢালী বাড়ির মাহাতাব ঢালীর পুত্র রশিদ ঢালী (৪৫ ), যোগিপোল ইউনিয়নের জাব্দিপুরে ভাড়াবাড়িতে বসবাস করে তিনি ইজিবাইক চালাতেন ।আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গির বলেন, স্থানীয় মেম্বার কাজী শহিদুল ইসলাম পিটুর কাছ থেকে খবর পেয়ে রিপনের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে পরিচয় মিলেছে। সে ইজিবাইক চালক। গত ২২ অক্টোবর থেকে সে নিখোজ ছিলো ।এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। এ রিপার্ট লেখা পর্যন্ত কেএমপির ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গির হোসেন , দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন ঘটনাস্থলে ছিলেন ।

khulna tv

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.