আজ যশোরে শুরু হচ্ছে কৃষি-প্রযুক্তি মেলা_khulnatv

আজ যশোরে শুরু হচ্ছে কৃষি-প্রযুক্তি মেলা

বিজ্ঞান ও প্রযুক্তি

আজ যশোরে শুরু হচ্ছে কৃষি-প্রযুক্তি মেলা

যশোরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কৃষি ও প্রযুক্তি মেলা। কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষি প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব চাষাবাদের জ্ঞান ছড়িয়ে দিতে এ মেলা আয়োজন করা হয়েছে।
এসিআই এগ্রিবিজনেসের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলা বাস্তবায়ন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রসওয়াক কমিউনিকেশন্স লিমিটেড। এর আগে গত মার্চ মাসে খুলনা ও ঝিনাইদহে একই মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় মেলা উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী হাবিবুর রহমান। আগামী ১০, ১১ ও ১২ মে শহরের কালেক্টরেট চত্বরে এ মেলা চলবে। প্রতিদিন সকাল দশটায় মেলা শুরু হবে। এতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও র‌্যাফেল ড্র থাকছে।

রিপোর্ট : সন্দীপ কুমার কর্মকার, যশোর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.