আজ খুলনা দিবস খুলনা টিভি পরিবারের পক্ষ থেকে খুলনা বাসিকে অভিনন্দন_khulna tv

আজ খুলনা দিবস খুলনা টিভি পরিবারের পক্ষ থেকে খুলনা বাসিকে অভিনন্দন

বাংলাদেশ

আজ খুলনা দিবস খুলনা টিভি পরিবারের পক্ষ থেকে খুলনা বাসিকে অভিনন্দন

আজ খুলনা দিবস। খুলনা জেলার প্রতিষ্ঠা বার্ষিকী। ১৮৮২ সালের এই দিনে (২৫ এপ্রিল) তৎকালিন চব্বিশ পরগনা জেলার সাতক্ষীরা, যশোর জেলার খুলনা ও বাগেরহাট মহাকুমা নিয়ে খুলনা জেলা গঠিত হয়। ২০০৭ সাল থেকে এ দিনটি খুলনা দিবস হিসেবে পালিত হচ্ছে।

খুলনা নামকরণ নিয়ে একাধিক তথ্য পাওয়া যায়। তবে জনশ্রুতি রয়েছে, প্রচীনকালে এই অঞ্চলটি সুন্দরবন ছিল। মধ্যযুগ থেকে ক্রমান্বয়ে বন কেটে জনবসতি বিস্তার লাভ করে। তাই এর প্রথম নামকরণ ছিল ‘নয়াবাদ’ বা ‘নুতন আবাদ’ । এই নয়াবাদের কেন্দ্রবিন্দু ছিল রূপসা পূর্ব পাড়ের একটি আভ্যন্তরীন নদী বন্দর । যেখানে বাণিজ্যিক পণ্য নিয়ে জলযানগুলো আসা যাওয়া করত। যেহেতু নয়াবাদ ছিল বসতির শেষ সীমানা এবং তারপরই বন শুরু। তাই দিন শেষে নৌকার বহর নয়াবাদের পাশেই নোঙ্গর করে রাত্রি যাপন করত । কারণ রাত্রে সাধারণত মাঝিরা নৌকা খুলতে সাহস পেত না।
একবার ভয়ংকর ঝড়ে রাতে মাঝিরা যখন নিরাপদ স্থানে যাবার জন্য নৌকা খুলতে গেল তখনই বন জঙ্গলের মধ্য হতে অদৃশ্য আওয়াজ এলো ‘ খু-লো -না ’, ‘খু –লো –না’ । অর্থাৎ নৌকা খোলা যাবে না। সেই খু-লো -না আওয়াজের স্মরণ করেই খুলনার নাম প্রচলিত হয়েছে। অনেক ইতিহাসবিদও তা-ই মনে করেন।

মেট্রোপলিটন থানা

  1. দৌলতপুর থানা
  2. খালিশপুর থানা
  3. খান জাহান আলী থানা
  4. সোনাডাঙ্গা থানা
  5. খুলনা সদর
  6. লবণচরা থানা
  7. আড়ংঘাটা থানা

খুলনার দর্শনীয় স্থান সমূহ

  • খুলনা বিভাগীয় জাদুঘর
  • খানজাহান আলী সেতু
  • জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক
  • শহীদ হাদিস পার্ক
  • জাতিসংঘ পার্ক
  • রাজা ভরতের “ভরত ভায়না”, ভায়না,যশোর
  • গল্লামারী লিনিয়ার পার্ক
  • কবি কৃষ্ণ চন্দ্র ইনস্টিটিউট
  • দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স
  • গল্লামারী বধ্যভূমিও স্মৃতিসৌধ
  • বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি
  • সোনাডাঙ্গা সোলার পার্ক

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • খান জাহান আলী(রঃ)
  • বিজ্ঞানীপ্রফুল্ল চন্দ্র রায়
  • হরপ্রসাদ শাস্ত্রী- চর্যাপদের আবিষ্কর্তা
  • খান-এ-সবুর, রাজনীতিবিদ
  • নাট্যকারশচীন্দ্রনাথ সেনগুপ্ত
  • কবিকৃষ্ণচন্দ্র মজুমদার
  • লেখকআবুল কালাম শামসুদ্দীন
  • সাহিত্যিকআনিস সিদ্দীকী
  • ঔপন্যাসিককাজী আকরাম হোসেন
  • মৃণালিনী দেবী(রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিনী)
  • চিত্রনায়িকামৌসুমী
  • চিত্রনায়িকাপপি
  • ক্রিকেটার শেখ সালাহউদ্দিন
  • ক্রিকেটার আব্দুর রাজ্জাক
  • রুমানা আহমেদএকজন বাংলাদেশী মহিলা ক্রিকেটার
  • জাহানারা আলমএকজন বাংলাদেশী মহিলা ক্রিকেটার
  • মনোহর মৌলি বিশ্বাস

উল্লেখ্য, খুলনাকে মহাকুমা করা হয়েছিলো ১৮৪২ সালে। এরপর ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে খুলনা বিভাগে রূপ লাভ করে।

 

Tagged

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.