স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন: খুলনা ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপিকা রুনু রেজা খুলনা কে ডি এ এর স্থায়ী সদস্য ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় খুলনাস্থ গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আজ শুক্রবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় মৌলভীপাড়া অধ্যাপিকা রুনু রেজার কার্যালয়ে শুভেচ্ছা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল, সহ সভাপতি নিযারুল ইসলাম জুয়েল, সহ সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মুসা, মোহাম্মদ নাজমুল হক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পিন্টু শ্রম সম্পাদক আবুল বাশার মীর ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোহাম্মদ মিজান মহিলা বিষয়ক সম্পাদক রেহানা গাজী আবু মুসা প্রমুখ গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপিকা রুনু রেজার এই পদ প্রাপ্তিতে গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় । অধ্যাপিকা রুনু রেজা গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সকলের সহযোগিতা কামনা করেন। অধ্যাপিকা রুনু রেজা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য অধ্যাপিকা রুনু রেজা ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম শহীদ ইকবাল বিথার এর সহধর্মীনি।
খুলনা টিভি/khulnatv